মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ২১:৩৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার(ডিবি) হারুন অর রশীদ।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল। তাদের গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হচ্ছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত