মানা 

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১০:৫৬ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৫৯

এম হাবীবুল্লাহ
--------------------
 

আমার কেবল উড়তে মানা
ঘুরতে মানা সবখানে
কেন এসব করতে মানা
গুরুজনই সব জানে।

মাঠে গিয়ে খেলতে মানা
হাত পা যদি ভেঙে যায়
ছাদে ‍গিয়ে বসতে মানা
রেলিং খসে পড়বে হায়!

কারোর সাথে মিশতে মানা
মনটা শেষে বিষিয়ে যায়
এ কারণে ঘরেই থাকা
ঘরে থেকেই দিনটা যায়।

কিন্তু আমার ভাল্লাগেনা
এত এত মানা
ভাবছি শেষে চলে যাব
আফ্রিকার দেশ ঘানা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত