মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর-পাট, আহত ৩
প্রকাশ: ২৪ মে ২০২১, ১৯:০৫ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় নারীহ আহত হয়েছেন অন্তত ৩ জন। রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার উত্তর কাউয়াকড়ি গ্রামে এ ঘটনায় ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, ওই গ্রামের তোবারেক মাতুব্বরের সাথে একই এলাকার হালিম আহম্মেদের সাথে স্থানীয় বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে তোবারেকের নেতৃত্ব হালিম ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালায় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত। পরে ৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন ক্ষতিগ্রস্থরা। বাঁধা দিতে এলে পিটিয়ে আহত করা হয় নারীসহ ৩ জনকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন হালিম ও তার ক্ষতিগ্রস্থ সমর্থকরা। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এলাকায় পূর্ব শত্রæতার জেরে এই হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত