মাদারীপুরে ইউপি নির্বাচনে প্রচারনায় নেমে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
প্রকাশ: ৩ জুন ২০২১, ১৫:৪৩ | আপডেট : ৪ নভেম্বর ২০২৪, ১৩:২৫
মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে প্রচারনায় নেমে সড়ক দুর্ঘটনায় হাসান শিকদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২১ জুন হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হাওলাদারের পক্ষে পোস্টার নিয়ে সকালে ভ্যানযোগে নামে হাসানসহ বেশ কয়েকজন কিশোর। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় পোস্টার সাটানোর কাজ করে আসছে। ভ্যান নিয়ে তারা পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ৪জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসানকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে মাঝপথে মারা যায় সে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত