মাদারীপুরে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষতি

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ২০:৩৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৩

মাদারীপুরের সদর উপজেলার বালিয়াতে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ৩টি বসতঘর পুড়ে প্রায়  ৪ লাখ টাকার ক্ষতি।

সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের হাওলাদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইউনুস হাওলাদার, শাহাবুদ্দিন হাওলাদার ও শহিদুল হাওলাদারের ৩টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

 স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকার ইউনুস হাওলাদারের রান্নাঘরের চুলা থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে একে একে পাশে থাকা আরো ২টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে ও অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ফায়ার সার্ভিস ফোন করে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আমরা দুপুরে সদর উপজেলার বালিয়া গ্রামে আগুন লাগার একটি ফোনকল পেয়ে ১টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ১ ঘন্টা প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত