ভোরের কাগজ পত্রিকার প্রকাশক-সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন

  স্টাফ রিপোটার,বাগেরহাট 

প্রকাশ: ৫ জুন ২০২২, ১৬:১৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০২:২১

বাগেরহাটে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় মানহানী মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্ট্যা ব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এ বি এম মোশারেফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি আহসানুল করিম, দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইসরাত জাহান, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক এস এম রাজ, দপ্তর সম্পাদক এস এম সামসুর রহমান, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান,নির্বাহী সদস্য ইয়ামীন আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হুসাইন লিটন, সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, আমিরুল ইসলাম বাবু,শেখ আসাদুজ্জামান,  সোহেল রানা বাবু, কামরুজ্জামান শিমুলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে বক্তারা বলেন অবিলম্বে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় মানহানী মামলা প্রত্যাহারের দাবি জানান।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত