ভারতের আদানি গ্রুপ ইসরায়েলের বন্দর কিনলো 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৬:২৬ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮

ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলারের বিনিময়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই বন্দরটির মালিকানা পেয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত। 

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে প্রাইভেট ডক নির্মাণে বিনিয়োগ করছে ইসরায়েল। মূলত খরচ কমানো এবং জাহাজ আনলোডে অতিরিক্ত সময় কমাতে এই পদক্ষেপ নিয়েছে তারা।

বহু বছর ধরে শ্রমিক ধর্মঘটে জর্জরিত গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিক্রিতে সময় লেগেছে পাঁচ বছর।

গতবছর চীনের সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপ (এসআইপিজি) হাইফা উপসাগরের তীরে নতুন একটি বন্দর চালু করে।

ইসরায়েলের আমদানি রফতানির প্রায় ৯৯ শতাংশই হয়ে থাকে দেশটির সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এগুলোর উন্নয়ন অপরিহার্য হয়ে পড়েছে। এসআইপিজি এবং আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠান একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত