ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অসুস্থ হয়ে হাসপাতালে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৪:৫২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০৪

আচমকা অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । সোমবার বেলার দিকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৩ বছর বয়সি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। জানা গেছে, প্রাইভেট ওয়ার্ডে আছেন তিনি।

এদিন দুপুর ১২টা নাগাদ এইমসে যান নির্মলা। তারপরেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রুটিন চেকআপের জন্য এইমসে গিয়েছিলেন। তারপরেই তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেয় এইমস কর্তৃপক্ষ। 

সামনেই বাজেট অধিবেশন। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অসুস্থতায় উদ্বেগ তৈরি হয়। তবে এইমস কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্মলা সীতারমণের তেমন কিছুই হয়নি। তিনি ভাল আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। মনে করা হচ্ছে, কিছু পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য নির্মলাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত