ভাঙ্গায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
প্রকাশ: ৪ জুন ২০২১, ১৯:৪২ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:৩২
ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্য বিয়ে। দশম শ্রেণির শিক্ষার্থীটি রক্ষা পেয়েছে বাল্যবিবাহের হাত থেকে। শুক্রবার উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদি গ্রামে বিয়ের আয়োজিত ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ব্যারিস্টার সজিব আহমেদ।
এসিল্যাড জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে।বর পার্শ্ববর্তী শিবচর উপজেলার গোয়ালকান্দা গ্রামের এক যুবক। দুপুরে আমি বিয়ে বাড়িতে উপস্থিত হই। আমাদের দেখে মেয়ের বাবাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান।এছাড়া বাকীদের আটক করেন। পরে মেয়েটির মা ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত