ভবেরচর ইউনিয়নে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ
প্রকাশ: ২০ মে ২০২২, ১১:৩১ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৯
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ ভবেরচর ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ৯ টায় ইউনিয়ন পর্যায় ৭ টি প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রী বিভিন্ন ইভেন্টে খেলায় অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন। আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ মিঞা (ছোয়াদ) ৩টি ইভেন্টে (নিত্য, চিত্রাংকন, একক অভিনয়)অংশ গ্রহণ করে বিজয় অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন ৭টি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রিড়া শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ । আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, ওসমান গনি সরকার, জাকির হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত