ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৩, ১৬:৩০ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭
ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। একইসঙ্গে কংগ্রেস এবং সুপ্রিম কোর্টেও হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ জানুয়ারি) সদ্য সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থকরা এসব হামলা চালায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের ইউএস ক্যাপিটলে হামলার বিষয়টি উল্লেখ করা হয়। বলা হয়, ব্রাজিলেও জেইর বলসোনারোর সমর্থকরা একই ধরনের ঘটনা ঘটিয়েছে।
২০২২ সালের অক্টোবরের তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনের এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত প্রার্থীর সমর্থকরা।
এদিকে রবিবার হামলার ঘটনায় রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ফেডারেল সরকারের নিরাপত্তা হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত