বুধবার বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধন
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪
দরজায় কড়া নাড়ছে মেট্রোরেলের উদ্বোধনের ক্ষণ। বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করা হবে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় এমআরটি লাইন-৬ এর অংশ উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত