বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে দিলো ১৬ বছরের কিশোর প্রজ্ঞানানন্দ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৪

এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় বড়সড় অঘটনের জন্ম দিয়েছে ১৬ বছরের এক কিশোর। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনেস কার্লসেনকে হারিয়ে দিয়েছে সে। নরওয়ের দাবাড়ু কার্লসেন টানা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ দাবা চ্যাম্পিয়নশিপেও সেরার মুকুট ঘরে তুলেছিলেন। কিন্তু এবার অনলাইন টুর্নামেন্টে হেরেছেন ১৬ বছর বয়সী আর প্রজ্ঞানন্দের কাছে।

৩৯তম চালেই প্রজ্ঞানন্দ হারিয়ে দেয় কার্লসেনকে। তার আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। এ অনলাইন টুর্নামেন্টে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন। 

২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয় প্রজ্ঞানন্দ। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিল এ ভারতীয় দাবাড়ু। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত