বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি তৈরি হবার কারণ জানালেন পুতিন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১১:৫৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সারা বিশ্বে পশ্চিমাদের আধিপত্য ধরে রাখার আকাঙ্ক্ষার কারণেই বহু যুদ্ধ সংঘাতের জন্ম দিচ্ছে। একই কারণে আমেরিকা এবং তাদের মিত্ররা ইউক্রেনকে ‘কামানের খাদ্য’ বানিয়েছে।
সাংহাই সহযোগিতা সংস্থা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা বলেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি বলেন, সারা বিশ্বে যুদ্ধের আশঙ্কা বাড়ছে এবং এটি হচ্ছে পশ্চিমা এলিটরা যেকোনোভাবেই হোক তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং আদর্শিক আধিপত্য ধরে রাখতে চাই- তার সরাসরি পরিণতি।
প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, পশ্চিমারা ইচ্ছা করে বহু সংখ্যক গোলযোগ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। তিনি ইউক্রেনকে প্রতারণা করার জন্য পশ্চিমাদের সমালোচনা করে বলেন, তারাই ইউক্রেনের জনগণকে ‘কামানের খাদ্য’ বানিয়েছে।
পুতিন সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা সাধারণত বহু সংখ্যক গোলযোগের কারণ এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিতিশীলতা সৃষ্টি করে।
প্রেসিডেন্ট পুতিন এর আগে বারবার বলেছেন, ইউক্রেনের চলমানের সংঘাত মূলত রাশিয়া এবং পাশ্চাত্যের মধ্যকারই সংঘাত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত