বিশ্বকাপের শেষ ম্যাচ ও পরর্বতী নতুন অধিনায়ক গঠন নিয়ে যা বলছে বিসিবি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩, ১৬:৫২ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৮:১৭

বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। নানা বিতর্ক আর সমালোচনা ছিল যে নেতৃত্ব নিয়ে সেই আসনটাও খালি হচ্ছে এবারে। বিশ্বকাপের আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এই আসরের পরেই ছেড়ে দিবেন নেতৃত্বের ভার। বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার যাত্রার ইতিটা তাই দেখে ফেলেছেন ভক্তরা। বিশ্বকাপের শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক হিসেবে ভারতে যাওয়া নাজমুল হোসেন শান্ত। 

তবে এরপর কে আসবেন সেটা নিয়েই এখন প্রশ্ন। গুঞ্জন বলছে, মেহেদি হাসান মিরাজকেই পরের অধিনায়ক হিসেবে ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বয়সভিত্তিক দলে অধিনায়কত্ব করা মিরাজ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন। পারফর্ম্যান্সেও আস্থা কুড়িয়েছেন তিনি।  

তবে বিসিবি সূত্র জানাচ্ছে, অধিনায়ক ইস্যুতে এখন পর্যন্ত কোন কিছুই নিশ্চিত না। সাকিব পরবর্তী সময়ে কে হবেন অধিনায়ক সেটা নিয়ে কোন উত্তরই দিলেন না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের এই  কর্ম কর্তা বলেন, 'নতুন অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত।'

নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক বলেন, 'সাকিব যদি না থাকে নতুন কে করবে বা কে আসবে এটা বলা মুশকিল। বোর্ড আরো যারা নীতি-নির্ধারক আছে তারা দলের যা ভালো হয় ভেবে চিন্তে সেই সিদ্ধান্ত নেবে।'

এদিকে সাকিবের সরে যাওয়ার পর সম্ভাব্য অধিনায়কের তালিকায় বিশ্বকাপ শুরুর আগে থেকেই ছিল তিন জনের নাম। তবে সেই তালিকায় থাকা নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপ পারফর্ম বিবেচনায় অধিনায়ক হওয়া একেবারেই কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচে দারুণ পারফর্ম করলেও সার্বিকভাবে বিশ্বকাপ ভাল যায়নি তার। 

তালিকায় রয়েছে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ওপেনার লিটনও অবশ্য আস্থার প্রতিদান দিতে পারেননি। সে তুলনায় মিরাজই মন্দের ভাল হিসেবে সমর্থকদের আশা পূরণের চেষ্টা করেছেন। সম্ভাব্য অধিনায়কের জন্য তাই মিরাজকেই এগিয়ে রাখছেন অনেকেই। 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত