মানা হচ্ছে না স্থাপনা নিয়ম

কাউনিয়ায় মোবাইল এন্টেনা-টাওয়ার ব্যাপকভাবে বেড়েছে

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৩৯ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৫, ২৩:৪৭

প্রযুক্তি আমাদের অগ্রগতি আরাম-আয়েশ ও উন্নত জীবনের নিশ্চয়তাসহ স্বপ্নময়ী করে তুললেও বৈজ্ঞানিক আবিস্কার এবং তার অপপ্রয়োগ অনেক ক্ষেত্রেই জীবনকে বিভীষিকাময় এবং অবশ্যম্ভাবী ধ্বংসের কাছাকাছি দাঁড় করাচ্ছে। গত কয়েক বছরে রংপুরের কাউনিয়ায় মোবাইল এন্টেনা/টাওয়ার ব্যাপকভাবে বেড়েছে। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে চরম অবহেলা ও অব্যবস্থাপনার মধ্যে আবাসিক ভবন, মার্কেট, স্কুল ও কলেজের বিল্ডিং, ঘনবসতি ও উৎপাদশীল ভূমিতে এসব টাওয়ার নির্মান করা হয়েছে। ৪০ তলা ভবন বা তদূর্ধ কোনো উঁচু স্থানে এন্টেনা বসানোর নিয়ম থাকলেও কাউনিয়ায় সেটি মানা হয়নি। কাউনিয়ায় ছড়িয়ে থাকা অসংখ্য মোবাইল টাওয়ার থেকে কোন মাত্রায় ক্ষতিকর বিকিরণ ছড়ায় তা দেখার কেউ আছে কিনা তা কেউ জানে না। বিশেষজ্ঞরা জানান, সাধারণত যে কোনো ইলেকট্রো-ম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ), ইলেকট্রো-ম্যাগনেটিক রেডিয়েশন (ইএমআর) এবং রেডিও ফ্রিকুয়েন্সি (আরএফ) স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মোবাইল টাওয়ার থেকে এক ধরনের আরএফ, ইএমএফ ও ইএমআর তৈরী হয়। যদিও বলা হয় টাওয়ার পরিবেশের জন্য ক্ষতিকর নয়। সরকার বাসাবাড়ি থেকে শুরু করে যত্রতত্র যেভাবে টাওয়ার আছে সেগুলো সরিয়ে ফেলা এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মানুষ কম এমন জায়গাগুলো টাওয়ার স্থাপনের নির্দেশনা দিলেও সেটা কাউনিয়ায় মানা হয়নি। দেশে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। তখন টাওয়ার স্থাপন নিয়ে কোনো বিধিনিষেধ ছিলোনা। ফলে যেখানে সেখানে টাওয়ার স্থাপন করে অপারেটররা, যা বর্তমানে উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে। প্রকৌশলী সুমন আহমেদ সাবির  এর মতে শুধু টাওয়ারই নয়, এমনকি ঘরে মানুষ যে ওয়াইফাই ব্যবহার করে, মোবাইল হ্যান্ডসেটগুলো থেকেও সরাসরি রেডিয়েশন যাচ্ছে মানবদেহে। এগুলোর রেডিয়েশন ঝুঁকি নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আদালতে রিট করেছিলেন আইনজীবী মনজিল মুরশেদ। আদালত মোবাইল টাওয়ারের স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিত হতে নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞটিম ঢাকার কিছু মোবাইল টাওয়ার থেকে উচ্চমাত্রার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার প্রমাণ পায়। পদার্থ বিজ্ঞানের শিক্ষক ড. গোলাম মোহাম্মদ ভূঞা বলেছেন টাওয়ার রেডিয়েশনে সবচেয়ে ঝুঁকিতে পড়ে শিশুরা। মানুষের শরীরে সেলগুলো একে অন্যের সাথে যেভাবে যোগাযোগ করে তাকে দারুণভাবে বাধাগ্রস্ত করে এক্সটারনাল রেডিয়েশন। ফলে ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও তৈরি হয়। এর বাইরেও যে কারো মধ্যেই জেনেটিক পরিবর্তন, অবসন্নতা, লিউকেমিয়াসহ আরও কিছু রোগের ঝুঁকিও তৈরি হতে পারে রেডিয়েশনের কারণে। রেডিয়েশন থেকে কানের বা মস্তিষ্কের টিউমার, মাথাব্যথা, হৃদরোগসহ, ঘুম ঘুম ভাব, নিদ্রাহীনতা কাজের ব্যাঘাত ঘটাসহ অনেকগুলো সমস্যা হতে পারে। টাওয়ারের কারণে মানুষের তো বটেই বরং এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী যে কোনো জীবের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত