বিদ্যুৎ-বিভ্রাটের পর ‘ইংলিশ বিভ্রাট’ এবং অস্ট্রেলিয়ার সহজ জয়
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১০:৪৯ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০২:০৪
নাথান লায়নকে বাদ দেওয়ার আলোচনাও উঠেছে। ব্রিসবেন টেস্ট খেলতে নামার আগে শেষ ৯ উইকেট পেতে হাজারের বেশি বল করেছেন। এক দশক ধরে শুধু অফ স্পিনেই ভরসা রেখে যাচ্ছেন এ স্পিনার। বৈচিত্র্য নেই বললেই চলে। কিন্তু লাইন-লেংথ নিখুঁত হলে ও বাঁক পেলে, তার সঙ্গে যদি শিকারির ধৈর্যও থাকে তাহলে সাফল্য এক সময় না এক সময় ধরা দেবেই।
ব্রিসবেন টেস্টের কথাই ধরুন। ৩৯৯ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন লায়ন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে কাল তৃতীয় দিন পর্যন্তও ২৪ ওভার বল করে উইকেটশূন্য। কিন্তু আজ চতুর্থ দিন সকালে মিলেছে আলোর দেখা। লায়নের আলোতেই অ্যাশেজে প্রথম টেস্টে আজ ৯ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া।
১৫৯ রানে অবিচ্ছিন্ন থাকা জো রুট-ডেভিড ম্যালান জুটিকে আজ সকালে নিজের দ্বিতীয় ওভারেই ভাঙেন লায়ন। ৮২ রানে ম্যালানকে লায়ন তুলে নেওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং।
২ উইকেটে ২২০ রানে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড আজ ৭৭ রান তুলতে বাকি ৮ উইকেট হারায়। লায়ন একাই নেন ৪ উইকেট। এর মধ্য দিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম অফ স্পিনার হিসেবে ৪০০ উইকেটের দেখা পেলেও লায়ন সবচেয়ে বড় উদযাপনটা করেছেন সম্ভবত অস্ট্রেলিয়ার জয়ের পর।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৯৭ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য মাত্র ২০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। এ ম্যাচ ১০ উইকেটে জিততে না পারার দুঃখ থাকবে স্বাগতিকদের।
কেননা, অ্যালেক্স ক্যারি ও মার্কাস হ্যারিস ওপেন করলেও ক্যারিকে (৯) তুলে নেন ওলি রবিনসন। মারনাস লাবুশেনকে নিয়ে ৯ উইকেটের জয় এনে দেন হ্যারিস (৯)। হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ব্যাটিংয়ে নামেননি।
প্রথম ইনিংসে পাঁজরে চোট পাওয়া ওয়ার্নার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েও নামেননি। ব্রিসবেন টেস্ট জিতে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার একমাত্র দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ওয়ার্নারের চোট।
আজ চতুর্থ দিনেও বিতর্ক এড়াতে পারেনি ব্রিসবেন টেস্ট। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে প্রায় ২৫ মিনিট টিভিতে সরাসরি সম্প্রচার দেখা যায়নি। এ সময় কোনো উইকেট না পড়লেও বিদ্যুৎ-বিভ্রাট কাটার পরই আঘাত করেন লায়ন।
ম্যালানকে সিলি মিড অফে লাবুশেনের ক্যাচ বানিয়ে ১৬তম বোলার ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ‘ফোর হানড্রেডস ক্লাব’-এর দেখা পান লায়ন। ম্যালান আউট হওয়ার দুই ওভার পরই রুটকে (৮৯) তুলে নেন ক্যামেরন গ্রিন। এরপর ইংল্যান্ডের ইনিংস স্রেফ হুড়মুড় করে ভেঙে পড়ে।
অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টেই জয়ের পর অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘সবার জন্য খুব গর্ব হচ্ছে। পরিপূর্ণ পারফরম্যান্স।’
ওয়ার্নারের চোট নিয়েও জানান কামিন্স, ‘তাকে কাল মাঠে নামাতে চাইনি। কিন্তু আজ ও ভালো আছে। আমরা ঝুঁকি নিতে চাইনি। অ্যাডিলেডে আশা করি তাকে পাওয়া যাবে।’ বৃহস্পতিবার দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে দুই দল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত