বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১ মে ২০২৫, ১৯:২৫ | আপডেট : ২ মে ২০২৫, ০৬:১৫

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার যুবদলের সদস্যসহ দুই নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট চাঁদা দাবির অপপ্রচার ও প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ মে) সকাল সারে ১০ টায় উপজেলার মালখনগর ইউনিয়নের তালতলা বাজারে মালখানগর ইউনিযনের সর্বস্তরের জনগনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মোঃ বিজয় মাদবরের সঞ্চালনায় প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, আসাদুর রহমান,সাইফুল ইসলাম বাবু। সভায় উপস্থিত ছিলেন মামুন খান,আব্দুল আল মামুন,আব্দুর রশিদ আবু,মনির খান,আব্দুল জব্বর শেখ,কুদ্দুস শেক,সুমন মৃধা,সিরাজ শেখ, আলমগীর মোল্লা, কাদীর শেখ, মাসুম মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য মোঃ বিপ্লব মাদবর এবং হোসেন দেওয়ান ধলুর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে সংবাদ মাধ্যমে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। তারা এই মিথ্যাচারের তীব্র্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারনে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মূলত মোঃ বিপ্লব মাদবর এবং হোসেন দেওয়ান ধলুকে হয়রানি করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত