মহান মে দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও র্যালি

প্রকাশ: ১ মে ২০২৫, ১৯:১১ | আপডেট : ২ মে ২০২৫, ০০:২২

আজ মহান মে দিবস ২০২৫ উপলক্ষে সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (RGWF) উদ্যােগে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমীনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনা বক্তব্য রাখেন কৃষক নেতা কমরেড বদরুল আলম, জায়েদ ইকবাল খান, শ্রমিক নেতা এ কে এম সহিদুল আলম ফারক, প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুলতান আহমেদ বিশ্বাস, সংগঠনের গাজীপুর জেলা কমিটির সভাপতি, মোঃ দুলাল মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক আশরাফুল আলম, রুপালী খাতুন, সাহানা আখতার, রফিকুল ইসলাম আপন, আফসানা, মনিরুল ইসলাম জীবন,খাইরুল, রহমান,শামসুল ইসলাম নয়ন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করা, শ্রমিক- কর্মচারীদের ছাঁটাই-নির্যাতন-হামলা- মামলা-দমন-নিপীড়ন বন্ধ, সর্বত্রই মজুরি রোয়েদাদের ৯% ইমক্রিমেন্ট ও ১৮ দফা চুক্তি বাস্তবায়ন, আইএলও কনভেনশন অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা এবং জাতীয় মজুরি কমিশন গঠন সহ জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা, রেশন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জোর দাবী জানান অন্তর্বতীকালীন সরকারের নিকট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত