পঞ্চগড়ে নানা কর্মষুচির মধ্য দিয়ে মে দিবস পালিত

প্রকাশ: ১ মে ২০২৫, ১৯:২৮ | আপডেট : ২ মে ২০২৫, ০৫:৩৮

‘‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানে সারা দেশের মত পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক সাবেত আলী, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ শ্রমিকেরা অংশ নেন।পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এদিকে, দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রমিক সংগঠন গুলো‘‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক সাবেত আলী, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ শ্রমিকেরা অংশ নেন।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রমিক সংগঠন গুলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত