বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সিরাজদিখান বাসাইলে কর্মীসভা অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৪৩ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৫, ২৩:০৯

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাসাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারীসহ নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এলাকার নেতাকর্মীরা মিছিল- শ্লোগানে সভাস্থল মুখরিত করে তোলে। আজ শনিবার (২২ নভেম্বর) বিকালে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম শাহজামালের সঞ্চালনায়  কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, সিরাজদিকান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদিুল ইসলাম অহিদ,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,বাসাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফরহাদ,সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,বাসাইল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান,বিএক্রমপুর কেবি ডিগ্রী মহাবিদ্যালয়ের ছাত্রদল সভাপতি অনন্যা রহমান অর্পা,বিএনপি মহিলাদল নেত্রী শিক্ষিকা মাহমুদা আক্তার,।

প্রধান অতিথি মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপকল্প জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের সংগঠিত হতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। 

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সে কারণে ঘরে ঘরে গিয়ে জনমত তৈরি, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনা এবং তাদের সাথে মানবিক আচরণ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ মোঃ আব্দুল্লাহ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত