নন্দীগ্রামে জুমার নামাজ পড়ার সময় মোটরসাইকেল চুরি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৮:০৪ | আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২২:৩৬
বগুড়ার নন্দীগ্রামে জুমার নামাজ পড়ার সময় মসজিদের নিকট থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নন্দীগ্রাম পুরাতন বাজার জামে মসজিদের নিকট বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের হোসেন সেতু তার ডিসকভার ১১০ সিসির মোটরসাইকেল পার্কিং করে নামাজ পড়তে যায়। নামাজ শেষে এসে দেখে সেখানে পার্কিং করা মোটরসাইকেলটি কেবা কাহারা চুরি করে নিয়ে গেছে। আকস্মিক এই মোটরসাইকেল চুরির ঘটনায মুসল্লিদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় দু-একটি চুরির ঘটনা ঘটলেও এবার মসজিদের নিকট থেকে জুমার নামাজ পড়ার সময় মোটরসাইকেল চুরি হওয়ায় ঘটনায় আমরা হতাশ হয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জোবায়ের হোসেন সেতু নন্দীগ্রাম থানায় মৌখিকভাবে অভিযোগ করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, চুরির ঘটনা শুনেছি। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত