মিরকাদিমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৫ | আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২১:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে জোরালো জনমত গঠনে মুন্সীগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে(সদর- গজারিয়া) মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি।
আজ ২২ শে নভেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ও মীরকাদিম পৌরসভার রিকাবী বাজারের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানানো হয় এই প্রচারণায়। পাশাপাশি, তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দলের পক্ষে প্রচারণা চালানো হয়।
মোশারফ হোসেন পুস্তি গণসংযোগকালে রিকাবী বাজারের বিভিন্ন যানবাহন চালক, পথচারী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে ৩১ দফার তাৎপর্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।
বক্তব্যকালে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকার ওপর জোর দেন। তিনি উপস্থিত ভোটার ও জনসাধারণের প্রতি ‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের এই ৩১ দফা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত