বিএনপির গণ-অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে যানজট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৫৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এ দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বিএনপি ও জামায়াতের গণ-অবস্থান কর্মসূচির প্রতিবাদে সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে রাজধানীর কিছু পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তা স্বাভাবিক হয়ে আসে।
বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর থেকে এ যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ফার্মগেট হয়ে শাহবাগ এবং প্রেস ক্লাব পর্যন্ত তীব্র যানজটে পড়তে হয়েছে যাত্রীদের। যানজটে রাস্তার এক পাশের সড়কে গাড়ি চলাচলের সুযোগ ছিল না। তবে বিপরীত পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে রমনা ট্রাফিক জোনের একজন সহকারি পুলিশ কমিশনার বলেন, ‘বিএনপির গণ-অবস্থান কর্মসূচি চলাকালে সকাল ১১টার পর থেকে কিছু পয়েন্টে যানজট সৃষ্টি হয়। তবে সেটি তেমন দীর্ঘস্থায়ী হয়নি। দুপুরের পরে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। গাড়ি চলাচলে তেমন কোনও সমস্যা হয়নি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত