বাবা  

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১০:৩৩ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ১৪:০৩

সায়েদুর রহমান
----------------------

(আমার সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী বিপুল কৃষ্ণ দাসের লোকায়িত পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।)


শ্মশানের আগুনের লেলিহান শিখা ক্রমশ স্তমিত হয়ে যাচ্ছে, বাবা
আমি চাইলেও, আর কখনো তোমায় ছুঁয়ে দেখতে পারবোনা
নিতে পারবোনা তোমার শরীরের ঘ্রাণ
বিষন্ন দিনে তোমার চুলে হাত বুলাতে বুলাতে
আর কখনোই, স্বপ্নরাঙা সোনালী দিনগুলোর জলছবি আঁকা হবেনা।

আর কোনদিন তোমার প্রিয় সেঁজুতি,
তার প্রিয় দাদুর বুকে মুখ গুজে বলবে না,
তার আকাশছোঁয়া স্বপ্ন পূরণের গল্প।

পূজোর শেষে তোমার প্রিয় বৌমা আর কোনদিন বলবেনা,
'এই নিন বাবা, আপনার জন্য ঠাকুরের প্রসাদ এনেছি।'
জন্মভূমি ছেড়ে যাবার পরের কঠিন সময়ে, 
তুমিতো ওর সত্যিকারের বাবাই ছিলে
পিতৃ ও মাতৃ স্নেহে সযতনে আগলে রেখেছো জীবনের প্রতিটি ক্ষণে।
 
বাবা, সবার চোখে আজ তুমি শুধুই পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া 'ছাই'
তবু আমার আকাশের উজ্জ্বল ও দীপ্তমাণ নক্ষত্র তুমি
তোমার শারীরিক বিনাশ হয়তো ঘটেছে
তোমার অশরীরী ভালোবাসা-
আমার জীবনের পাথেয় হয়ে থাকবে আমৃত্যু।

আবার যদি জন্ম নেই
ঘটে যদি আমার পূর্ণ জনম
তোমার কোলে ঠাঁই পাই যেন
তোমার রক্তধারার শোভিত আমার পূর্ণ জীবন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত