বাগেরহাটে হত্যা মামলার পলাতক ০৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:৪৪ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:২২
বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মোজাহের মোল্লা হত্যা মামলার পলাতক ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (সোমবার)রাত সাড়ে বারো টার দিকে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন , বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার মোঃ ইসমাইল শেখ (২৫), একই উপজেলার ধোপাখালী গ্রামের মোঃ ইউনুস আলী (৩৪)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যমতে একই তারিখ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে মামলার অন্যতম পলাতক আসামী মোঃ রাসেল শেখ (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত ০৭ জানুয়ারি বাগেরহাট জেলার কচুয়া ধানাধীন আলীপুর এলাকায় মোজাহের মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মোজাহের মোল্লাকে স্থানীয় লোকজনের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাহের মোল্লাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে মোজাহের মোল্লার ছেলে বাদী হয়ে বাগেরহাট জেলার কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত