বাগেরহাটে শিশু শ্রম বন্ধে মতবিনিময় সভা
প্রকাশ: ৩১ মে ২০২২, ২০:৪৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪১
বাগেরহাটে শিশু শ্রম বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারর্ (৩১ মে) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এবংউদয়ন বাংলাদেশের যৌথ আয়োজনে বাগেরহাট শহরের উদয়ন বাংলাদেশের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আলী আকবর টটুল, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, ইনসিডিন বাংলাদেশের ম্যানেজোর মোঃরফিকুল ইসলাম খান আলম প্রমুখ।
মতবিনিময় সভায়, শিশু শ্রম বন্ধে জেলাএবংউপজেলায় শিশু শ্রম পরিবীক্ষন কমিটি শক্তিশালী করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।সার্বিকভাবে শিশু শ্রম বন্ধে করনীয় বিষয়ে পরামর্শ দেন বক্তারা। সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত