বাগেরহাটে দরিদ্রদের মাঝে ছাগল ও হাসঁ বিতরণ  

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১৯:৪৩ |  আপডেট  : ৫ মে ২০২৪, ০৯:৩২

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে উপকার ভোগী হতদরীদ্রদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষে ছাগল ও হাসঁ বিতরণ করা হয়েছে। রবিবার (২২ মে) সকালে জেলার কচুয়া উপজেলার বিলকুল প্রাথমিক বিদ্যালয় মাঠে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের (ক্রেইন) পক্ষ থেকে এই ছাগল ও হাস বিতরণ করা হয়। এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান।

বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশীদ, বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএসএর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কনসোর্টিয়াম ম্যানেজার এমরানুল হক, ক্রেইন প্রকল্পের উপজেলা সমš^য়কারী মোসাঃ মাহফুজা আক্তার মনিসহ আরও অনেকে।

এদিন পুষ্টি উন্নয়নেঅংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের (ক্রেইন) পক্ষ থেকে কচুয়া উপজেলার দরিদ্রদের ১০টি ছাগল ও ১০০ হাস বিতরণ করা হয়। পর্যায়েক্রমে ৪ হাজার ৬ শ ৫৮ জন উপকারভোগীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত