বাগেরহাটে ইউপি নির্বাচনের জের, ইউপি সদস্যকে কুপিয়ে জখম
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ২০:৫৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১০:৩২
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম তরফদার মনিকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেছে সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ছোট ও তার লোকজন। শুক্রবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় ইউপি সদস্য মনিরুল ইসলাম তরফদার মনির স্ত্রী আছিয়া আক্তার রত্নাকে ও মারধর করেছে হামলাকারীরা। আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছেন স্বজনরা।
আহত মনিরুল ইসলাম তরফদার মনি বাগেরহাট সদর উপজেলার ভাটসালা গ্রামের ইছহাক আলী তরফদারের ছেলে। তিনি গোটাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ভাটসালা) সদস্য। হামলার নেতৃত্ব দেওয়া তরিকুল ইসলাম ছোট (৩৫) ভাটসালা গ্রামের বাসিন্দা। তিনি একসময় বাগেরহাট জেলা ছাত্রলীগের পদে ছিলেন। ইউপি সদস্য পদে নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মনির স্ত্রী আছিয়া আক্তার রত্না ।আছিয়া আক্তার রত্না বলেন, এলাকায় ইফতার মাহফিল শেষে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরে ফিরছিলাম আমরা। মুনিগঞ্জ সেতু থেকে নেমে হাড়িখালী নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তরিকুল ইসলাম ছোটসহ ১২-১৪ জন আমাদের গতিরোধ করে। বিপদ বুঝতে পেরে আমার স্বামী দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ওরা তাকে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাকেও মারধর করেছে। মেয়েসহ আমাকে ঠেলে রাস্তার খাদে ফেলে দিয়েছে। একপর্যায়ে আমার স্বামীকে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। আরও বলেন, তরিকুল ইসলাম ছোট-র বড় ভাই মতিয়ার রহমান মতি নির্বাচনে আমার স্বামীর সঙ্গে হেরে যায়। এরপর থেকে আমাদের মেরে ফেলার জন্য তারা হুমকি ধমকি দিতে থাকে। আমাদের বাড়িও একবার ঘেরাও করেছিল তারা। ওই সময় আমার স্বামী বাড়িতে না থাকা বেঁচে যায়। আজকে মেরে ফেলার জন্য ওরা আমার স্বামীকে কুপিয়েছে, তার অবস্থা ভাল না।
হাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদীপ্ত কুমার দেবনাথ বলেন, “মনিরুলের দুই হাত, পা এবং পিঠে ধারাল অস্ত্রের একাধিক জখমের চিহ্ন দেখা গেছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় মনিরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”
বাগেরহাট সদর উপডজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের বলেন, মনিরুল শুক্রবার বিকালে বাগেরহাট শহরের সরুই এলাকার বাসা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের মসজিদে ইফতার দিতে যান।সেখান থেকে আবার বাসায় ফেরার পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে মনিরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মনিরুলকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে হামলাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রত্নার কোলো থাকা শিশুটি পড়ে গিয়ে আহত হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মনিরুলকে খুলনা মেডিকেলে পাঠানো হয় বলে জানান শমসের। ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে বলে প্রাথমিক ধারণা এ ইউপি চেয়ারম্যানের।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আহত ইউপি সদস্য মনিরুল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা একজনকে শনাক্ত করতে পেরেছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত