বাগেরহাটে আশা’র বিএম অর্ধ বার্ষিক সমন্বয় সভা
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১২:৪১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:১৭
বাগেরহাটের বেসরকারি সংস্থা আশা’র বিএম অর্ধ বার্ষিক সমন্বয় সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আশা’র সকল বি.এম, এস.ই, আর.এম এবং অডিট ম্যানেজারের অংশগ্রহণে মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আশা’র বাগেরহাট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: ওলিয়ার রহমানের সভাপতিতত্বে ও সিআর এম বাগেরহাট সদর অঞ্চলের শেখ শাহাবুদ্দিন ইউছুফ এর সঞ্চলনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেব বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জু.এডি অপারেশন (টীম-বি) মো: জাহিদ হোসেন খান। বিশেষ অতিথি খুলনা ডিভিশনাল ম্যানেজার সিহানুল মুস্তফা, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার পিরোজপুর বিভাগ মো: জসিম উদ্দিন। সভায় জেলার ৩৪টি ব্রাঞ্চের বিগত ৬ মাসের ঋণ স্তিতিসহ সকল প্রডাক্টিভিটির অর্জন, খেলাপী ও কু- ঋণের তথ্য বিশ্লেষণ করে আগামী ৬(জানুয়ারী ২৩জুন ২৩) মাসের ব্রাঞ্চ ভিত্তিক লক্ষমাত্রার পরিকল্পনা বাস্তবায়ণের সময় সীমা নির্ধারণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত