বাগেরহাটে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

  বাগেরহাট প্রতিনিধি :

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৪:৫১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:২৭

বাগেরহাটে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পে বিষয় ভিত্তিক শিক্ষা ,স্বাস্থ্য ও কৃষি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথিহিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোসাবেবরুল ইসলাম। 

জেলা পরিষদের সদস্য ও অপরাজিতা অঞ্জলী দাশের সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর প্রতিনিধি শিল্পি আক্তারের স লনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মোঃ রেজাউল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আদনান হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসামুল হক, অপরাজিতা নারীর জাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমš^য়কারি আতাবুর রহমান টিপু, বেসরকারি উন্নয়ন সংস্থা ¯^দেশের নির্বাহী পরিচালক কল্লোল সরকার প্রমূখ। মতবিনিময় সভায় সাংবাদিকসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ান পরিষদের অপরাজিতারা অংশ গ্রহন করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত