বাংলার স্বাধীনতা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৩:৩৬ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৭

এম এ বাশার
-------------------

বাংলার স্বাধীনতা কখনো পায়নি সঠিক মান,
ব্রিটিশ আমল থেকে চলছে তাহা বিদ্যমান।
পলাশীর যুদ্ধ প্রান্ত থেকে
মীরজাফরের বিশ্বাস ঘাতকতা চলছে,
আজও এই বাংলায়।
পাকবাহিনীর ঈর্ষার তরে
কত যুবক জীবন দিলে শেষে,
মায়ের ভাষায় কথা বলবে বলে
সংগ্রাম করে রাজপথে।
পাকবাহিনী কঠিন জাতি হিংস্র মন তবে,
ষড়যন্ত্রের জাল ফাঁদে আবার সুযোগ খুজেঁ।
আঁধার রাত্রিতে ঘুমন্ত মানুষের উপর
পশুর মতো করে অত্যাচার,
শিশু,নারী,বৃদ্ধ, যুবক পায়নি কেহ নিস্তার।
বাংলার জনতা রুখে দাঁড়ায় অত্যাচারীর বিরুদ্ধে
লাখো লাখো শহীদের জীবন বিনিময়ে,
বিসর্জনে বাংলায় শান্তির স্বাধীনতা ফিরে আনে।
তবুও আজো বাংলায় শান্তির স্বাধীনতা নেই
ষড়যন্ত্রের জালে বন্দি আছে,
 মীরজাফরদের বিশ্বাস ঘাতকতায়!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত