বাংলাদেশকে টিকা উপহার দিচ্ছে ফ্রান্স

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১১:২৯ | আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৩:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জঁ কাসতেক্সের সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স।গতকাল (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, আজ প্রধামন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফ্রান্স বাংলাদেশকে ২০ লাখ (২ মিলিয়ন) করোনাভাইরাসের টিকা (নাম জানানো হয়নি) উপহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী জঁ কাসতেক্সের সঙ্গে বৈঠক করেন। বর্তমানে প্রধানমন্ত্রী ৫দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রয়েছেন। পোল্যান্ড ও সৌদি আরব থেকে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাবে বাংলাদেশ। টিকাগুলো উপহার হিসেবে দিচ্ছে।
এর মধ্যে ৩৩ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড। অন্যদিকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত