বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি এর মনোনয়ন আহ্বান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ১৬:১৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৪

 ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি ২০২৩- এর জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনেস্কোর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এই মনোনয়ন জমা দিতে হবে। দাখিলকৃত প্রস্তাবনাসমূহ একটি উচ্চ পর্যায়ের বাছাই কমিটি যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রস্তাব ইউনেস্কোতে পাঠানো হবে। নূন্যতম ১৬ বছর বয়সী তরুণরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবে।

এ পুরস্কারের উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের দ্বারা ব্যক্তি, প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত সৃজনশীল অর্থনীতিতে (সিনেমা/অডিও ভিজ্যুয়াল/মিডিয়া আর্টস/ সংগীত ইত্যাদি) উদ্ভাবনী প্রকল্প ও কর্মসূচিকে স্বীকৃতি প্রদান করা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত