বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিব-তামিমদের শ্রদ্ধা
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৩:১৫ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৯:০৮
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই মুহূর্তে সুদূর নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবার উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। বাবা-মা আদর করে ‘খোকা’ বলে ডাকতেন তাঁকে। বাবা-মায়ের সেই খোকাই কালে হয়ে উঠেছেন বাংলার ইতিহাসের মহানায়ক। সেই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সব ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’
একই সঙ্গে নিজের ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’
সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সব সময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত