রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৫২ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৫
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রানী সম্পদের হবে উন্নতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাণীর সম্পদ প্রদর্শনী ২০২৫ বুধবার রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ সুজয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, ফিড কম্পনীর প্রতিনিধি ডাঃ ফেরদৌস হাসান জনি, এসআই ব্রজ গোপাল, খামারী জুলফিকার হায়দার, আবুল কালাম, রাধিকা রানী প্রমূখ। বক্তরা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পশুপালন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লব সভাপতি শাহ রাজুসহ বিপুল সংখ্যক খামারি, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত