সিরাজদিখান লতব্দীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসভা অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩০ |  আপডেট  : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগনের কাছে পৌঁছানোর লক্ষ্যে মুন্সীগঞ্জ সিরাজদিখান লতব্দীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬নভেম্বর ) বিকাল ৩টার দিকে লতব্দী ইউনিয়ন বিএনপির আয়োজনে পুরাতন ভাষনচর এই সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ নূর হোসেনর সভাপতিত্বে ও লতব্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ওসমান হারুণ ভূইয়ার সঞ্চালনায় সর্দারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রাপ্ত ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

প্রধান অতিথি মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপকল্প জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের সংগঠিত হতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। 

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সে কারণে ঘরে ঘরে গিয়ে জনমত তৈরি, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনা এবং তাদের সাথে মানবিক আচরণ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ মোঃ আব্দুল্লাহ ।

জনসভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,মোঃ নূরুল হক সরকার,মোঃ ফারুখ হোসেন,মোঃ খলিলুর রহমান মাহমুদ,মোঃ সিদ্দিক মোল্লা,মোঃ আমি উদ্দিন চৌধুরী মোঃ সেলীম মোল্লা,মোঃ জাকির হোসেন,মোঃ পিয়ার আলী মোল্লা,হাবিবুর রহমান সরকার ইয়াছিন সুমন,শাহাদাৎ শিকদার, আজিজুল ইসলাম ভূইয়া মোঃ রাসেল প্রমুখ, এছাড়া ও সিরাজদিখান উপজেলা, লতব্দী বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত