বগুড়ার নন্দীগ্রামে তালগাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

  নাজমুল হুদা

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১৫:২৫ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ২৩:২৭

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩০ মে) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মোড় থেকে নামুইট পর্যন্ত ১ কিলোমিটার সড়কের দুপাশে তালগাছের চারা রোপণের মধ্যদিয়ে তালগাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, উক্ত সড়কে মোট ৪০০ তালগাছের চারা রোপণ করা হবে। তালগাছ বজ্রপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে তালগাছ কমে যাওয়ার কারণে বজ্রপাতে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে।

তাই তালগাছের চারা রোপণে গুরুত্ব দিয়েছে সরকার। তালগাছ একশত বছর বাঁচে। এ গাছ থাকলে তাল ও তালের রস পাওয়া যায়। তাল ও তালের রস বাঙালিদের খুব প্রিয় খাবার। 

তালগাছের কাঠ অনেক মজবুত হয়। যা দিয়ে বাড়ি-ঘর তৈরিসহ বিভিন্ন কাজে লাগে। তালপাতা ঘরের ছাওনি ও পাখা তৈরিসহ অনেক কাজেই ব্যবহৃত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত