ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ইরানি তরুণী মাহসা আমিনি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১০:২১ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২২
পুলিশি হেফাজতে মারা যাওয়া ইরানি তরুণী মাহসা আমিনিকে মরণোত্তর সম্মাননা দিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ১০০তম স্থানে রয়েছেন তিনি।
ইরানে অধিকারের জন্য লড়াই করা কয়েক হাজার নারীর প্রতিনিধি হিসেবে মাহসা আমিনিকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।
ইরানে গত ১৩ সেপ্টেম্বর ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে মাহসা আমিনিকে গ্রেপ্তার করে দেশটির নীতি পুলিশ। এর তিনদিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ চলাকালে অনেক নারী তাদের হিজাব পুড়িয়ে, চুল কেটে পতাকা বানিয়ে শাসকদলের চাপিয়ে দেওয়া হিজাবনীতির বিরোধিতা করেন। বিক্ষোভ দমাতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ওপর প্রতিদিনই হামলা চালাচ্ছে।
ফোর্বসের এ তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ এবং তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ ছাড়া এ তালিকায় ৪২তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এ তালিকায় তিনি ৪৩তম স্থানে ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত