ফের করোনার দাপটে দিশেহারা বিশ্ব!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৪১ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩৫

আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। দু’দিনের ব্যবধানে আবারও ৩০ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভিন্ন দেশে ৩০ লাখ ১৬ হাজার ৪৩৮ জনের দেহে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই সময়ে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৮ হাজার ৩৭ জনের।

দৈনিক সংক্রমণ শনাক্ত এবং প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে মিলল করোনা। প্রাণ হারিয়েছেন ১৬শ’র বেশি মানুষ।

মহামারীতে প্রথমবারের মতো দিনে ৪ লাখ ৬৫ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে ফ্রান্সে। এদিন করোনার প্রকোপে দেশটিতে মারা গেছেন ৩৭৫ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আরও দু’লাখ ৭৮ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।

ইতালিতেও এদিন দু’লাখ ২৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দুই লাতিন দেশ- ব্রাজিল ও আর্জেন্টিনায় শনাক্ত হল এক লাখ ২০ হাজারের বেশি সংক্রমণ। বুধবার সকাল পৌনে নয়টা পর্যন্ত করোনা মহামারীতে মোট প্রাণহানি ৫৫ লাখ ৭৩ হাজার ৩৬৯ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৩৬১ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটারস

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত