ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে আদমদীঘিতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৮ | আপডেট : ৭ এপ্রিল ২০২৫, ২১:১৬

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বাদ আছর উপজেলা সদরের মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, যুব জামায়াত নেতা ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, আব্দুল মালেক, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও র্ধমপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থতি ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত