প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা মারা গেছেন
প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১৪:২২ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২০:১৪
প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় আর নেই। ৪ এপ্রিল (রোববার) ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দীপি চট্টোপাধ্যায়ের। জানা যায়, ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর পর তার কিডনির সমস্যাও ধরা পড়ে।
দীপা চট্টোপাধ্যায় বেশকিছু ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতালেই চিকিৎসা চলছিল। তার মেয়ে পৌলমী বসু বলেন, ‘বাবা চলে যাওয়ার পর থেকেই মা বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছিল। সমানে বলে যেতে আমাদের এবার আমায় যেতে দে।’
দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল ১৯৬০ সালে। প্রেম করেই বিয়ে করেছিলেন তারা। একসঙ্গে সংসার করেন প্রায় ছয় দশক।
সৌমিত্র চট্টোপাধ্যায় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তার ক্যারিয়ারের সাফল্যের অন্যতম কারণ স্ত্রী দীপা। সিনেমার পর্দাতেও দেখা গিয়েছিল তাকে। যার মধ্যে অন্যতম 'গাছ' ও 'দুর্গা'।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক পাশ করেছিলেন দীপা চট্টোপাধ্যায়। এরপর ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে নভেম্বরে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি করোনা পজিটিভ ছিলেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কো-মর্বিডিটি ফ্যাক্টরের জেরে সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত চলে যান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত