লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৫ | আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২

"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে" প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ। সহকারী মৎস্য কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, পদ্মা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মোহাম্মদ আউয়াল, মাওয়া নৌ পুলিশের সহকারী পরিদর্শক মাসুদ মুন্সী, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
আলোচনা সভা শেষে পদ্মানদীতে নৌ র্যালির আয়োজন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত