গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৮ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫২

কাউনিয়ায় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে রংপুরের কাউনিয়া ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ছাত্রদল কাউনিয়া কলেজে শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা ছাত্রদল কাউনিয়া কলেজ শাখার সভাপতি আলেফ নুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের আহবায়ক তরিকুল ইসলাম তৌফিক, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ম আহবায়ক মাসুম পারভেজ, আশরাফুল ইসলাম, কাউনিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি লিমন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, সহ সাংগঠনিক হৃদয়, দপ্তর সম্পাদক মিথুন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা শ্রাবণী আক্তার, সদস্য রিয়াল, রাব্বি, জাহিদ, রিশা মনি প্রমূখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত