বিভাগীয় কমিশনার আজিম আহমেদের নন্দীগ্রাম পরির্দশন

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৮:০৮ | আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:২৬

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কার্যক্রমের বিভিন্ন বিষয়ে অবগত হন এবং দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তারপর তিনি ৪০জন রিকশা-ভ্যান চালকদের মাঝে রেইনকোট ও ১০জন গরীব-দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
সেসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরির্দশক মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু প্রমুখ। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত