প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ১৯ মে ২০২২, ১৫:৪৯ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০২:২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালা শুরু হয়ে দিনব্যাপী চলে। মেহেরপুর জেলা প্রশাসক ড মনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রামিজ আহসান সহ সুশীল সমাজের মানুষেরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় সবার জন্য বিদ্যুৎ, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, কমিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ১০টি বিষয়ের উপর সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ দশটি গ্রুপে কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে প্রেজেন্টেশন গুলো আলোচনা ও পর্যালোচনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত