প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান, বিজ্ঞপ্তি জারি
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১১:০০ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অপসারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়। জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেয়ার পর ইমরান খান আর প্রধানমন্ত্রীর পদে বহাল রইলেন না।
তবে পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, একবার একটি বিজ্ঞপ্তি জারি করা হলে- তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।
পার্লামেন্ট ভেঙে দেয়ার পর এক টুইট বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা করেন যে, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি লিখেন, ইমরান আহমদ খান নিয়াজী, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।
এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবি তুলেছিল বিরোধীরা। সেই ভোটাভুটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু সেই অনাস্থা প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার কাসিম সুরি।
এরপরই প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে আগাম নির্বাচনের আহ্বান জানান ইমরান। তার প্রস্তাবমতো অ্যাসেম্বলি ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ফলে মেয়াদ শেষ করতে পারলেন না ইমরানও।
এদিকে এই অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্তি করেছে বিরোধীরা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।
প্রসঙ্গত, জন্মলগ্ন থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে পারেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত