এশিয়ান গেমস

প্রথমবারেই অংশগ্রহণ করে স্বর্ণ জিতলো ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ২৩:৩২

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের অন্তর্ভুক্তি হলো তৃতীয়বার। ভারত প্রথমবার অংশ নিয়েই জিতলো স্বর্ণ। সোমবার ফাইনালে হাংজুর ঝিলং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দাপট দেখিয়ে তারা হারালো শ্রীলঙ্কাকে।

১৯ রানে হেরে রৌপ্য পদক পেয়েছে শ্রীলঙ্কা। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। গত দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তান প্রথমবার নারী ক্রিকেটে খালি হাতে ফিরছে।

নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফেরেন হারমানপ্রীত কৌর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। শেফালি ভার্মাকে (৯) শ্রীলঙ্কা দ্রুত ফেরালেও স্মৃতি মান্ধানা (৪৬) ও জেমিমাহ রদ্রিগেজ (৪২) ভারতকে শক্ত অবস্থানে নেন। তাদের জুটি ছিল ৭৩ রানের। শেষ দিকে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১১৬ রানে থামে ভারত।

জবাব দিতে নেমে তিতাস সাধুর (৩/৬) তোপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট নেন এই পেসার। মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কার মিডল অর্ডার আশা জাগালেও ভারতীয় স্পিনাররা রানের লাগাম টেনে ধরেন এবং নিয়মিত বিরতিতে উইকেট নেন।

শ্রীলঙ্কা ইনিংস শেষ করে ৮ উইকেটে ৯৭ রানে, জয় থেকে ২০ রান দূরে থাকতে। হাসিনি পেরেরা তাদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত