পৌষের সকালে হঠাৎ রাজধানীজুড়ে বৃষ্টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১০:১৭ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৯

শীতের মধ্যে রাজধানীজুড়ে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে বৃষ্টিতে ভিজে গেছে রাজধানীর পথঘাট অলিগলি। বৃষ্টির ফলে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটিয়েছে স্বাভাবিক কর্ম। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। 

বৃষ্টির পরিমাণ যে ভালোই ছিল তার জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশার দাপট খানিকটা বেড়ে যায়। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে দেখা গেছে। 

এর আগে সোমবার সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। 

প্রকৃতিতে চলছে পৌষের আবহ। যে মাসে কন কনে শীতের দেখা মেলে সে মাসে এখন পর্যন্ত শীতের তেমন একটা দেখা নেই রাজধানীতে। তবে বৃষ্টি ঝরিয়ে রাজধানীর আবহাওয়াতে যুক্ত হতে পারে কন কনে ঠাণ্ডা, এমনটাই বার্তা দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত