পাবনায় শিশুকে তুলে নিয়ে ধর্ষণ: অভিযুক্ত আটক
পাবনা প্রতিনিধিঃ
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩ | আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, ১৬:০০
পাবনার ঈশ্বরদীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিলন বিশ্বাস (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ২২ নভেম্বরের এই ঘটনা রবিবার (৩০ নভেম্বর) সকালে জানাজানি হলে উত্তেজিত জনতা মিলনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকালে শিশুটি তার ছোট ভাইকে নিয়ে নানার বাড়ি যাচ্ছিল। পথে অভিযুক্ত মিলন বিশ্বাস তাকে তুলে নিয়ে পাশের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটির পরিবার চুপ ছিল। পরে শিশুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মিলন আমাদের সবাইকে জবাই করে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ভয়ে কাউকে কিছু বলতে পারিনি।’
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার কুণ্ডু বলেন, ‘বিষয়টি আমি অবহিত হয়েছি। ঈশ্বরদী থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত